এসেসমেন্টশাখাঃ
ক্রঃনং |
সেবাসমূহ |
নিয়ম/প্রক্রিয়া |
|
১ |
হোল্ডিং নম্বর প্রদান |
ক |
নতুনহোল্ডিং নম্বর এর ক্ষেত্রে চেয়ারম্যান বরাবরে, জায়গারমালিককে মালিকানা দলিল, খাজনার রশিদ, পর্চা, ডিসিআর সহ নির্ধারিত ফরমে আবেদনকরতে হবে। আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত পূর্বক খালি জায়গা(সীমানানির্ধারিত থাকতেহবে) অথবা নির্মাণাধীন কাঠামো হলেবার্ষিকমূল্যায়ন১০০/-টাকা নির্ধারণ করতঃ নতুন হোল্ডিং নম্বর প্রদান করাহয়।যদি জায়গার উপর কোন কাঠামো থাকে সেক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে উক্তকাঠামোরবার্ষিক মূল্যায়ন নির্ধারণ করতঃ হোল্ডিং নম্বর প্রদানকরা হয়। |
খ |
প্রয়োজনীয়সকলতথ্য/দলিলপত্র প্রাপ্তি সাপেক্ষে খালিজায়গার/নির্মাণাধীন ভবনসহজায়গার ক্ষেত্রে ১৫দিনেরমধ্যে এবং কাঠামো থাকার ক্ষেত্রে বার্ষিকমূল্যায়ন নিরূপণ করতঃ হোল্ডিং নম্বর প্রদানেরক্ষেত্রে ৯০দিনেরমধ্যে প্রদানকরা হয়। |
||
২ |
হোল্ডিংয়ের নামজারী |
ক |
খরিদ/দান/ওয়ারিশসূত্রে আংশিক/সম্পূর্ণ মালিকানা প্রাপ্ত হয়ে সংশ্লিষ্ট হোল্ডিং-এ নামজারীকরতে ইচ্ছুক হলে আবেদনকারী কে হোল্ডিংয়ের মালিকানা রেজিষ্টার্ড দলিল, পর্চা,ডিসিআর, খাজনার রশিদ-এর সত্যায়িত কপি সহ নির্ধারিত ফরমে চেয়ারম্যান বরাবরে, আবেদন করতে হয়।প্রাপ্ত আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট হোল্ডিং য়ের পূর্ববর্তী সম্পূর্ণ/আংশিক মালিক এর আপত্তিনা এলে নামজারীরআবেদন টি নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে কর্তৃপক্ষ কর্তৃক বিবেচনাকরা হয়।উল্লেখ্য, এ ক্ষেত্রে উক্ত হোল্ডিং -এর ইউনিয়ন কর হালসন পর্যন্তপরিশোধ থাকতেহয়। |
খ |
আলোচ্য ক্ষেত্রে প্রয়োজনীয় সকল তথ্য/দলিল পত্র প্রাপ্তি সাপেক্ষে আপত্তির নোটিশজারীর ৬০(ষাট) দিনের মধ্যে নামজারী সম্পাদন করাহয়। |
||
৩ |
হোল্ডিং পৃথকীকরণ |
ক |
কোনহোল্ডিংয়ের ইউনিয়ন কর পরিশোধের সুবিধার্থে সংশ্লিষ্ট হোল্ডিংয়ের মালিকগণের আবেদনের প্রেক্ষিতে হোল্ডিং পৃথক করাহয়ে থাকে।হোল্ডিং মালিকের দাখিলকৃত মালিকানা সংক্রান্ত কাগজ পত্র, সরেজমিনে তদন্ত এবং প্রয়োজনীয় শুনানীগ্রহণের মাধ্যমে নির্ধারিত ফি প্রদানসাপেক্ষে সংশ্লিষ্টহোল্ডিংয়ের মালিকগণের নামে হোল্ডিং পৃথক করা হয়। উল্লেখ্য, এ ক্ষেত্রে সংশ্লিষ্টহোল্ডিংয়ের ইউনিয়ন কর হালসন পর্যন্ত পরিশোধ থাকতেহবে। |
খ |
হোল্ডিংপৃথক করতে হলে প্রস্তাব অনুসারে ভূমিঅফিস কর্তৃক ইতোমধ্যে আবেদন কারী গণেরনামে আলাদা আলাদা নামজারীর স্বপক্ষে পর্চা, ডিসিআর, খাজনার রশিদ, হোল্ডিংয়ের মালিক গণের মধ্যে আপোষ বন্টন নামা এবং নক্সা সহ আবেদন করতেহবে। |
||
গ |
প্রয়োজনীয় সকল তথ্য/দলিল পত্র প্রাপ্তি সাপেক্ষে ৬০(ষাট) দিনের মধ্যে হোল্ডিং পৃথকীকরণ বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হয়। |
করআদায়শাখাঃ
১ |
হোল্ডিং কর পরিশোধ এবং বকেয়া কর আদায় |
ক |
আর্থিকবছরের শুরুতেই ইউনিয়ন, কর্তৃক ইউনিয়ন কর এর বিল বহি প্রতিটিহোল্ডিং এ সরবরাহ করা হয়ে থাকে। এসেসী ইচ্ছাকরলে সংশ্লিষ্ট এলাকার সহকারীকর আদায় কারীর এর নিকট কিংবা ইউপি অফিসে এসে ইউনিয়ন সচিব এর নিকট রশিদবহির মাধ্যমে ইউনিয়ন কর পরিশোধ করতে পারেন। |
খ |
হোল্ডিংমালিক হাল সনের ইউনিয়ন কর(i) ১ম কিস্তি (জুলাই-সেপ্টেম্বর) পরিশোধ করলে ৫%রিবেট (ii) ৩ কিস্তি একত্রে পরিশোধ করলে ৭.৫% রিবেট(iii) ৪ কিস্তি একত্রেপরিশোধ করলে ১০% রিবেট এর সুবিধা পাবেন। |
রঃনং |
সেবাসমূহ |
|
নিয়ম/প্রক্রিয়া |
১ |
নাগরিকসনদ পত্রসহ বিভিন্ন প্রকার সনদপত্র প্রদান |
ক |
ইউনিয়নপরিষদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন পত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডসদস্যের সুপারিশ সহ জমা দিলে ১০/- টাকা ফি গ্রহন সাপেক্ষে তাৎক্ষণিক ভাবেনাগরিক সনদপত্র সহ বিভিন্ন প্রকার সনদপত্র পাওয়া যাবে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস