Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
পাতা

মহিলা বিষয়ক

ক্রমিক

নম্বর

প্রকল্পের নাম

সুবিধাভোগীর সংখ্যা

তালিকা সহ

২০১১-১২  সংখ্যা

মন্তব্য

০১

‘‘Development of Training Programme in Women Training Centre (WTC) at District Level’’

১৫০ জন

জূলাই/১১ হতে তিন মাস মেয়াদে ৩টি ব্যাচে প্রতি ব্যাচে ৫০ জন করে প্রশিক্ষন চলছে

 

০২

কর্মজীবি মায়েদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল (পৌরসভা)

 

৮০০ জন

২ বৎসর মেয়াদে

 

০৩

দরিদ্র মা’র জন্য মাতৃত্বভাতা সহায়তা তহবিল (সদর ১৯টি ইউনিয়ন)

 

৩৯৯ জন

২ বৎসর মেয়াদে

 

০৪

ভিজিডি  (সদর ১৯টি ইউনিয়ন)

 

১৯৪৮ জন

২ বৎসর মেয়াদে

 

০৫

কিশোর কিশোরীদের ক্ষমতায়ন কর্মসূচি  (সদর ১৯টি ইউনিয়ন)

 

৫৭০ জন

৩ বৎসর মেয়াদে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

      উপজেলা পোর্টালের জন্য ঠাকুরগাঁও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের তথ্যাদি নিম্নরুপ 

 

অফিসের নাম

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, ঠাকুরগাঁও

অফিসের ঠিকানা

কালিবাড়ী  রোড, উপজেলা ও জেলাঃ ঠাকুরগাঁও

 

অফিসের ছবি (সংযুক্ত করুন)

0মেইন গেট                           0প্রধান কার্যালয় ভবন

 

প্রধান কর্মকর্তার প্রোফইলঃ

নাম

মোঃ মোর্শেদ আলী খান

ছবি সংযুক্ত করুন

 

 

 

 

পদবী

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

ফোন

০৫৬১-৫৩৪৬৪

ফ্যাক্স

 

ই-মেইল  আইডি

wao.thakurgoan@gmail.com

 

অন্যান্য কর্মকর্তার প্রোফাইল (যদি থাকে)  [একাধিক কর্মকর্তা থাকলে সকলের তথ্য দিন]

নাম

রওশন আরা বেগম

ছবি সংযুক্ত করুন

 

 

 

 

পদবী

প্রোগ্রাম অফিসার

ফোন

০৫৬১-৫৩৪৬৪

ফ্যাক্স

প্রযোজ্য নয়

ই-মেইল  আইডি

wao.thakurgoan@gmail.com

মূল দায়িত্ব সমূহ

কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা ও মনিটরিং

 

তথ্য প্রদানকারী কর্মকর্তা

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

আপীল কর্তৃপক্ষ

মহা-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা

 

কর্মচারীদের তথ্য

নামঃ স্বপন কুমার রায় (অফিস সহকারী)

 

ফোনঃ ০১৯২৮-৭১৩৩৫৯

 

দায়িত্ব প্রাপ্ত শাখাঃ অফিস ব্যবস্থাপনা ও সংরক্ষন

 

নামঃ  পরেশ রেওয়া  (ট্রেড প্রশিক্ষক)

 

দায়িত্ব প্রাপ্ত শাখাঃ মহিলা প্রশিক্ষন কেন্দ্র

 

নামঃ সোহরাব আলী (এম,এল,এস,এস)

 

ই-মেইল আইডিঃ wao.thakurgoan@gmail.com

 

 

গুরুত্বপুর্ন প্রকল্প সমূহ

নাম ও সার-সংক্ষেপ (যদি থাকে)ঃ আলাদা পৃষ্ঠায় সংযুক্ত করুন     (সংযুক্ত )

 

সুবিধাভোগীদের তালিকা

২০১১-১২ সালের)

(যদি থাকে) সফট কপি  (কপি সংযুক্ত)

 

সিটিজেন চার্টার

আলাদা পৃষ্ঠায় সংযুক্ত করুন  (তালিকা সংযুক্ত )

 

সংযুক্তঃ ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল (পৌরসভা এলাকা), দরিদ্র মায়েদের মাতৃত্বভাতা, ভিজিডি,  মহিলা প্রশিক্ষণ কেন্দ্র

(WTC), কিশোর কিশোরী ক্লাব

 

 

সিটিজেন চার্টার

 

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে মহিলা বিষয়ক অধিদপ্তর, ঠাকুরগাঁও  মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG)এবং দারিদ্র  বিমোচন কৌশল পত্র (PRSP) এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন রাজস্ব ও উন্নয়ন কার্যক্রম ও কর্মসূচি গ্রহন ও বাস্তবায়ন করছে । জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ঠাকুরগাঁও থেকে প্রদেয় বিভিন্ন সেবা ও কর্মসূচি সমূহের বিবরণঃ

 

ক্রমিক নম্বর

কার্যক্রম

সেবার ধরন

সেবা গ্রহনকারী ব্যাক্তি / সংস্থা

সেবার স্থান

০১

বৃত্তি মূলক প্রশিক্ষণ কার্যক্রম

বিভিন্ন ধরনের আয়বর্ধক বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষনের মাধ্যমে মহিলাদের আত্নকর্ম সংস্থানের ব্যবস্থা করা হয় । জেলা / উপজেলায় প্রশিক্ষণ সমূহ আধুনিক দর্জ্জিবিজ্ঞান, বিউটিফিকেশন, মোমবাতি তৈরী, খাদ্য প্রক্রিয়াজাতকরন, নার্সারী ও কিচেন গার্ডেনিং, এমব্রয়ডারী ব­ক বাটিক ।

দেশের দুঃস্থ দরিদ্র নারী ।

জেলায় মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলায় মহিলা প্রশিক্ষণ কেন্দ্র

০২

আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি

0ভিজিডি কর্মসূচির আওতায় দরিদ্রসীমার নীচে বসবাস করা মহিলাদের খাদ্য নিরাপত্তা সহ প্রশিক্ষণ প্রদান ও আয়বর্ধক কর্মসূচিতে তাদের জড়িত করা। এই কার্যক্রমের অধীনে ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে

ক) দুই বছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়।

খ) আয়বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ।

0দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচি

 

 

০৩

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ

0মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা  ও উপজেলা পর্যায়ে গঠিত নারী  নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহনের ব্যবস্থা করে।

0নারী নির্যাতন প্রতিরোধ সেল দেশের ৬টি বিভাগীয় শহরে নির্যাতিত নারীদের বিনামূল্যে সব ধরনের আইনগত সহায়তা প্রদান করে। কাউন্সিলিং এর মাধ্যমে পারিবারিক নির্যাতনের শিকার নারীদের পারিবারিক বিরোধ নিষ্পত্তি, তালাক প্রাপ্ত নারীদের দেনমোহর টাকা, বিবাদীর (স্বামী) নিকট হতে স্ত্রীর ভরন পোষণ, খোর পোষ ও সন্তানেরভরন পোষণ আদায করা হয়। এছাড়াও সেলের আইনজীবির মাধ্যমে কোর্টে আইনগত সহায়তা প্রদানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানকরা ।হয়।

নির্যাতিত নারী ও শিশু

জেলা / উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

০৪

বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র

মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল জেলা / উপজেলা কার্যালয় এবং কার্যালয়ের সাথে রেজিষ্ট্রিকৃত নারী সংগঠন, নারী উদ্যেক্তা এবং দুঃস্থ মহিলাদের  উৎপাদিত হস্তশিল্পজাত দ্রব্যাদি বাজারজাতকরণে সুযোগ প্রদানের জন্য বিক্রয় ও প্রদর্শনের ব্যবস্থা গ্রহন । এছাড়া এক  অঞ্চলের  মহিলাদের মধ্যে অন্য অঞ্চলের মহিলাদের প্রযুক্তিগত জ্ঞান ও কলাকৌশল বিনিময়ের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা ।

রেজিষ্ট্রিকৃত নারী সংগঠন, নারী উদ্যোক্তা এবং দুঃস্থ মহিলাগণ ।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

০৫

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন

উন্নয়ন কর্মসূচীকে আরো ব্যাপৃত এবং মহিলা জনগোষ্ঠীর মধ্যে সম্প্রসারণ করার লক্ষ্যে  স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্ধন প্রদান করা ।

সক্রিয় স্বেচ্ছাসেবী মহিলা সমিতি

জেলা / উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

০৬

বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ (বামকপ)

মহিলাদের আত্নকর্মসংস্থান ও উন্নয়নের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধীত সক্রিয় মহিলা সংগঠন সমূহকে আবেদনের ভিত্তিতে বছরে এক বার ১৫,০০০/- থেকে ২৫,০০০/- টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেয়া হয়। এ সকল সমিতির আয়বর্ধক কার্যক্রমের ধরন ও যোগ্যতা অনুসারে অনুদানের পরিমান নির্ধারিত হয়। উলে­খ্য , প্রতি বছর প্রতি জেলায় ২টি শ্রেষ্ঠ সমিতিকে ৪০,০০০/- টাকা বিশেষ অনুদান প্রদান করা হয়।

নিবন্ধীত মহিলা স্বেচ্ছাসেবী সমিতি

প্রধান কার্যালয়, জেলা / উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

০৭

সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডার সমতামূলক কার্যক্রম

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন জন সচেতনতামূলক কার্যক্রম গ্রহন যেমন- জাগরণী পদযাত্রা, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে, জন্ম নিবন্ধন ও বিবাহ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ, এইচ, আই, ভি (এইডস) প্রতিরোধে  সচেতনতা বৃদ্ধিসহ নারী অধিকার রক্ষায় সিড সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দিবস পালন করা হয়। এছাড়া মহিলা উন্নয়ন সমন্বয় সভা সংক্রান্ত সার্বিক কার্যকম পরিচালনা, নিয়মিত প্রতিবেদন প্রস্ত্তত ও বিতরন করা । আন্তর্জাতিক বিভিন্ন সভার জন্য চাহিত তথ্যাদি প্রস্ত্তত ও বিতরণ ।

দেশের সকল জনগোষ্ঠি

জেলা / উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়


Share with :

Facebook Twitter